অনন্ত কালকুঠুরি | মিহির বেরা
ক্ষীণ আঁচে বেড়ে ওঠা
পাখিটা লুটাবে ভূমির ‘পরে।
সেই আঁচের আলোটাই
বোধ হয় যাবে নিভে!
কারণ গগন ছোঁয়ার ইচ্ছাময় স্বপ্নটাকে
তার পায়ের বেড়ি বারবার বাঁধা দেয়;
তার পরান পিঞ্জরকে কবর দিয়েছে
কালো বহ্নরূপী ঘোমটা,
সে আর বাঁচবে নাহ!
#আরও পড়ুন: আত্মজা | আবুল হাসনাত বাঁধন
তবে যে কথা কয়, হাঁফ ছাড়ে।
সৃষ্টির কৃপণ দৃষ্টি,
তার অবধি পৌঁছায় নাহ।
সে কেবল ধস্ বন্দী
“কালকুঠুরির” শিকার।
বিষ উত্থালে বাসা হারা সে;
কালবৈশাখী তার ঘোমটারে ওড়ায় না
সেই ঘোমটারে আরও জড়ায়।
সূর্যোদয় কোথা হয়
তা সে দেখে না।
তাই আঁধারেতে সে চুপ শ্বাসরুদ্ধ।
স্রষ্ঠা তুমি প্রদীপ জ্বালো!
#আরও পড়ুন: কবিসত্তা মরে গিয়েছে | ইসরাত জাহান জান্নাত
এমন দীপ শিখা উজ্বলাও
যে দীপ শিখা শ্বাশত হয়।
আঁধার যে আর সয় না;
স্রষ্ঠা তুমি প্রদীপ জ্বালো!
অনন্ত কালকুঠুরি-তে ভরুক আলো।
কবিতা: অনন্ত কালকুঠুরি
লিখেছেন: মিহির বেরা
**********
প্রিয় পাঠকবৃন্দ, কবিতাটি ভালো লেগে থাকলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না! এই ধরনের আরও মর্মস্পর্শী কবিতা পড়তে চাইলে, গল্পীয়ান এর সাথে যুক্ত থাকুন।
#আরও পড়ুন: পৌষালি প্রেম | ইসরাত জাহান জান্নাত