গল্পীয়ান গল্প পত্রিকা — সূচনা সংখ্যার জন্য লেখা আহ্বান!

গল্পীয়ান গল্প পত্রিকা — সূচনা সংখ্যার জন্য লেখা আহ্বান!

🔰 লেখা আহ্বান! লেখা আহ্বান! 🔰

সুপ্রিয় লেখক / লেখিকা,

আশা করি সবাই ভালো আছেন।

বহু প্রতীক্ষার পর (প্রায় ৮ বছর), সকল বাঁধা-বিপত্তি কাটিয়ে, অবশেষে গল্পীয়ান প্রকাশনের পৃষ্ঠপোষকতায় আসছে— “গল্পীয়ান” গল্প পত্রিকা সূচনা সংখ্যা। আরও আগে এই পত্রিকা প্রকাশের উদ্যোগ নেওয়া হলেও, নানান জটিলায় আটকে গিয়েছিল কাজ। অবশেষে, আসন্ন অমর একুশে বইমেলা ২০২৪ এ আলোর মুখ দেখতে যাচ্ছে গল্পীয়ান গল্প পত্রিকা। আমরা বিশ্বাস করি, আপনাদের সহযোগিতা পেলে আমাদের এই যাত্রা আর থামবে না! স্বউদ্যমে এগিয়ে যাবে গল্পীয়ান

আশা করছি, এই আয়োজনে আপনাদের মূল্যবান স্বরচিত লেখা দিয়ে গল্পীয়ান এর পাশে থাকবেন। প্রতিষ্ঠিত, নবীন-তরুণ সকল লেখকের লেখনি দ্বারা আমরা গল্পীয়ান-কে সমৃদ্ধ করতে চাই। যারা ২০২৪ একুশে বইমেলায় নিজেদের লেখাকে ছাপার অক্ষরে দেখতে চান, তারা দেরি না করে আজই আপনার লেখা জমা দিতে পারেন গল্পীয়ানে।

গল্পীয়ান গল্প পত্রিকা — সূচনা সংখ্যার জন্য লেখা আহ্বান!

লেখা জমা দেওয়ার ক্ষেত্রে অনুগ্রহ করে নিম্নোক্ত নিয়মাবলী অনুসরণ করুন।

🔰 লেখা পাঠানোর নিয়ম:

১। বিভাগ:

সূচনা সংখ্যায় নিম্নোক্ত বিভাগগুলোতে লেখা জমা দিতে পারবেন।

  • ছোটোগল্প
  • অণুগল্প
  • সাডেন ফিকশন / ফ্ল্যাশ ফিকশন
  • অনুবাদ গল্প
  • প্রবন্ধ
  • বই রিভিউ
  • চিঠিপত্র

২। শব্দসংখ্যা:

  • ছোটোগল্প (অনূর্ধ্ব ৩০০০ শব্দ)
  • অণুগল্প (অনূর্ধ্ব ৬০০ শব্দ)
  • সাডেন ফিকশন (অনূর্ধ্ব ৪০ শব্দ) / ফ্ল্যাশ ফিকশন (অনূর্ধ্ব ১০০ শব্দ)
  • প্রবন্ধ (অনূর্ধ্ব ৩০০০ শব্দ)

অন্যান্য বিভাগে শব্দসীমা নেই। পত্রিকায় সাইজ / ফর্মা হিসেব থাকায় আমাদের শব্দসীমা দিতে হয়েছে, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা চেষ্টা করব, পরবর্তী সংখ্যা থেকে শব্দসীমা উঠিয়ে দেওয়া যায় কিনা। আর, ভালো মানের লেখার ক্ষেত্রে শব্দসীমা বিশেষভাবে বিবেচনা করা হবে (অর্থাৎ কিছুটা বেশি হলেও সমস্যা নেই)।

৩। জনরা:

জনরা উন্মুক্ত। অর্থাৎ, যেকোনো জনরার লেখা দেওয়া যাবে। যেমন— সামাজিক, মনস্তাত্ত্বিক, রোমান্টিক, ট্র্যা’জেডি, রম্য, সাই-ফাই, হ’রর, থ্রিলার, রহস্য, ভৌ’তিক ইত্যাদি।

৪। একজন লেখক যেকোনো দুটি বিভাগে একটি করে লেখা জমা দিতে পারবেন।

৫। লেখা অনলাইনে-অফলাইনে সম্পূর্ণ অপ্রকাশিত হতে হবে। আপনার জমাকৃত লেখাটি অনলাইনে / অফলাইনে অন্য কোনো প্ল্যাটফর্মে পাওয়া গেলে, লেখাটিকে বাছাই প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হবে।

৬। লেখা পাঠানোর ক্ষেত্রে প্রমিত বানানের নিয়ম ও ভাষারীতি মানতে হবে। অতিরিক্ত বানান ভুল ও ব্যাকরণগত ভুল আপনার লেখা প্রকাশ অযোগ্য বলে গণ্য করাবে।

৭। অন্যের লেখা আংশিক / সম্পূর্ণ কপি করা যাবে না। জমাকৃত লেখাগুলো নিজের মৌলিক লেখা (অনুবাদের ক্ষেত্রে নিজের করা অনুবাদ) হতে হবে। কোনো লেখায় আংশিক / সম্পূর্ণ কপি পাওয়া গেলে, সেই লেখককে আজীবনের জন্য গল্পীয়ান প্ল্যাটফর্ম থেকে ব্যা’ন করা হবে।

৮। লেখা জমা দেওয়ার মাধ্যম:

লেখা জমা দিতে হবে গুগল ফর্মের মাধ্যমে। লেখা জমা দেওয়ার ফর্ম লিংক: https://forms.gle/jzdL2WjN4RVfg9Qw9

কেউ কোনো টেকনিক্যাল সমস্যার কারণে ফর্মে লেখা জমা দিতে না পারলে, আমাদের ইমেইলে (golpianbd@gmail.com) কিংবা আমাদের পেজের ইনবক্সে (m.me/663957563739967) জমা দিতে পারেন। তবে এক্ষেত্রে অবশ্যই অবশ্যই ওপরে কিংবা সাবজেক্টে “গল্পীয়ান গল্প পত্রিকা সূচনা সংখ্যার জন্য লেখা” এই লেখাটি লিখে দেবেন।

এই দুই পদ্ধতিতে লেখা পাঠানোর সময় লেখার সাথে লেখকের নাম, ফেসবুক আইডি লিংক ও যোগাযোগ নাম্বার (মোবাইল) যুক্ত করতে হবে।

🔰 লেখা জমা দেওয়ার শেষ সময়: ৩১/১২/২০২৩ (রাত ১১ টা ৫৯ মিনিট)

গল্পীয়ান গল্প পত্রিকা — সূচনা সংখ্যার জন্য লেখা আহ্বান!

🔰 অন্যান্য কথা:

যেহেতু এটি গল্পীয়ান গল্প পত্রিকার সূচনা সংখ্যা এবং বইমেলা উপলক্ষে প্রকাশ করা হবে, তাই লেখার মান যথেষ্ট ভালো হতে হবে। ভাষারীতির ভুল ও বানান ভুলের আধিক্যের কারণে যেহেতু লেখা বাদ পড়তে পারে। তাই, ভুল এড়াতে ভাষারীতির বই ও অভিধানের সাহায্য নিন। বাংলা একাডেমির প্রমিত বানান এর নিয়ম বইটি সাথে রাখুন।

তথাকথিত ফেসবুকীয় গল্প ও বই / পত্রিকায় প্রকাশিত গল্প কিন্তু এক নয়। গল্পের মান তুলনা করলেও বিস্তর ফারাক। ফেসবুকীয় ধাঁচে গল্প লিখলে মনোনীত হবার সম্ভাবনা খুবই কম। সেদিকে খেয়াল রাখবেন।

ভালো ও নবীন লেখকদের সুযোগ দেওয়াই আমাদের উদ্দেশ্য। তাই খুব কড়া ও স্বচ্ছ বিচার প্রক্রিয়ায় লেখা বাছাই করা হবে। সুতরাং আপনার সেরা লেখাটিই দিতে হবে।

লেখা জমা নেওয়ার প্রক্রিয়া সহজ করতে আমরা গুগল ফর্মে লেখা জমা নিচ্ছি। বর্তমান সময়ে অন্যান্য মাধ্যমের তুলনায় এটিই সবচেয়ে সহজ ও কার্যকর পদ্ধতি। তবে কেউ কোনো সমস্যায় পড়লে, সেক্ষেত্রে আমাদেরকে ইমেইল ও পেজের ইনবক্সের মাধ্যমেও লেখা পাঠাতে পারেন।

পত্রিকাকে বৈচিত্র্যপূর্ণ করতে, একাধিক বিভাগ রাখা হয়েছে। এখানে উল্লেখিত বিভাগ ছাড়াও সম্পাদনা প্যানেলের নিজস্ব কিছু বিভাগ থাকবে। যেমন— বিখ্যাত গল্প, সাক্ষাৎকার, সাহিত্য ফিচার, জীবনী, সাহিত্য সংবাদ, বইয়ের খবর ইত্যাদি।

যাই হোক, প্রবন্ধ ও বই রিভিউ বিভাগে লেখা পাঠানোর ক্ষেত্রে কথাসাহিত্যকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন। যেমন— গল্পের বই কিংবা উপন্যাসের বইয়ের রিভিউ বেশি প্রাধান্য পাবে।

চিঠি বাংলা সাহিত্যের আদি ও সমৃদ্ধশালী একটা জনরা। কিন্তু বর্তমান স্যোশাল মিডিয়ার যুগে, ইমেইল-মেসেঞ্জারের বহুল প্রচলনের সময়ে, আমরা চিঠি লিখতেই ভুলে গেছি। বর্তমানে অফিশিয়াল কাজ কিংবা পরীক্ষার খাতা ছাড়া আর কোথাও আমরা ব্যক্তিগত চিঠি লিখি না! তাই চিঠি লিখে স্মৃতিমন্থন করার লক্ষ্যে চিঠিপত্র বিভাগ রাখা হয়েছে। এই বিভাগে যে কাউকে চিঠি লিখতে পারেন। প্রিয় মানুষকে, প্রিয় লেখককে, প্রিয় ব্যক্তিত্বকে, এমনকি নিজেকে নিজেও!

একটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেক অসাধু ব্যক্তি / প্রতিষ্ঠান; বই, পত্রিকা কিংবা ম্যাগাজিনে লেখা প্রকাশের বিনিময়ে লেখকের কাছে টাকা চার্জ করে। গল্পীয়ান এ ধরনের কাজের কঠোরভাবে বিরোধিতা করে। গল্পীয়ান গল্প পত্রিকায় লেখা প্রকাশের জন্য, আপনাদের সাথে কোনো ধরনের আর্থিক লেনদেন করা হবে না। কেউ যদি গল্পীয়ানের নাম নিয়ে আর্থিক লেনদেনের কথা বলে, তাহলে ধরে নেবেন তারা ফ্র’ড। এ ধরনের ব্যক্তি থেকে অবশ্যই সাবধান থাকবেন। নিজ দোষে আর্থিকভাবে প্রতারিত হলে গল্পীয়ান কোনোভাবে দায়ী থাকবে না। [উল্লেখ্য, গল্পীয়ানের বইগুলো ও গল্পীয়ান পত্রিকা আমাদের প্রকাশনীর পেজের মাধ্যমে পাঠকদের কাছে বিক্রি করা হয় এবং হবে!]

গল্পীয়ান গল্প পত্রিকার সূচনা সংখ্যায় যেসকল লেখকদের লেখা প্রকাশিত হবে, তাদেরকে সূচনা সংখ্যার সৌজন্য কপি ও গল্পীয়ানের বই উপহার হিসেবে প্রদান করা হবে। প্রথম সংখ্যা বিধায়, আমরা আর্থিক সম্মানীর নিশ্চয়তা দিতে পারছি না। তবে, যদি সম্ভব হয় আমরা লেখকদের আর্থিক সম্মানীও দেওয়ার চেষ্টা করব। এ ছাড়া, পত্রিকায় সাইজ / আকারের বিষয় থাকায়, আমরা হয়তো কিছু ভালো মানের লেখা ইচ্ছে থাকা সত্ত্বেও প্রকাশ করতে পারব না। এ ধরনের মানসম্মত লেখাগুলো আমরা লেখকের অনুমতি সাপেক্ষে আমাদের ওয়েব পোর্টাল (www.golpiyan.com) এ প্রকাশ করব।

আপনারা সাথে থাকলে সবই সম্ভব হবে।

তো, আর দেরি কেন! লেখালিখি শুরু করে দিন। গল্পীয়ান আপনাদের সাথে আছে। আপনারাও গল্পীয়ান এর সাথে থাকুন। নিরন্তর শুভকামনা ও ভালোবাসা। ❤

🔰 যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন →

🔰 সৌজন্যে: গল্পীয়ান গল্পীয়ান প্রকাশন

লেখাটি ভালো লাগলে শেয়ার করুন:

1 thought on “গল্পীয়ান গল্প পত্রিকা — সূচনা সংখ্যার জন্য লেখা আহ্বান!”

মন্তব্য করুন: