তাদের চোখের ঘুম ভেঙে যাবে আবার কখন : ফাইয়াজ ইফতির নতুন কসমিক হরর!

তাদের চোখের ঘুম ভেঙে যাবে আবার কখন : ফাইয়াজ ইফতির নতুন কসমিক হরর!

তাদের চোখের ঘুম ভেঙে যাবে আবার কখন | ফাইয়াজ ইফতি | প্রিভিউ: সালসাবিলা নকি

নূর, সাইফ, নাঈম ও আব্দুর রহমান এ চার বন্ধু একসাথে ছুটি কাটাতে গিয়েছে বিলাশপুর নামে এক প্রত্যন্ত গ্রামে। গল্পের শুরু থেকেই এই গ্রামকে রহস্যময় ও ভৌতিকভাবে দেখানো হয়েছে। এখানেই পার্বত্য অঞ্চলের একটি টিলার ওপর খাসিয়া পুঞ্জির কাছে একটি ইংরেজ আমলের ডাকবাংলোতে ওঠেছে তারা। যেখানে বিদ্যুতের আলো পৌঁছায়নি। হ্যাজাক বাতি ও মোমের আলোই ভরসা।

চারবন্ধু এখানে শহুরে জীবনের পিছুটান ফেলে এসেছে নিজেদের মতো কিছু সময় কাটাতে। সারাদিন ঘোরাফেরা করা, আড্ডা দেওয়া আর বাবুর্চির হাতে রান্না করা অসাধারণ মুখরোচক সব খাবার খেয়ে তাদের দিন ভালোই কাটছিল। কিন্তু শেষ পর্যন্ত কি ভালোই ভালোই সব শেষ হয়েছিল?

#আরও পড়ুন: স্বপ্ন কেনার দামে | রুকসাত জাহান | প্রিভিউ: সালসাবিলা নকি

জঙ্গলে কয়েকবার আবছাভাবে দেখতে পাওয়া মানুষ ও ঘোড়ার সম্মিলিত জন্তুটা কি আসলেই বাস্তব নাকি ভ্রম? আদিবাসীদের মুখে মুখে যে লোককাহিনিগুলো প্রচলিত সেগুলো কি সত্যি? পাহাড়ের গহীনে গুহার ভেতরে লুকিয়ে আছে কোন রহস্য? অন্ধকারের রাজা এজাইজোল ও সম্পূর্ণ নরক যে রাস্তা দিয়ে অন্য জগতে পাঠানো হয়েছে সেই রাস্তার প্রবেশমুখে পাহারারত আছে পনহি। পনহির হাতের নিচেই সে বন্ধ দরজা। পনহিকে মহান সৃয়াং ঘুম পাড়িয়ে রেখেছেন। তার ঘুম ভেঙে গেলেই হাত সরে যাবে। আর খুলে যাবে এজাইজোল ও নরককে পৃথিবী থেকে আলাদা করে রাখা দরজাটি। পনহির ঘুম যাতে না ভাঙে তার জন্যও আছে ব্যবস্থা। কী হয় শেষ পর্যন্ত? এই লোককাহিনি গুলো সত্য নাকি শুধুই মিথ? নূর, সাইফ, নাইম ও আব্দুর রহমানের সাথে এই কাহিনিগুলোর কোনো সম্পর্ক আছে কি?

এ সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে তরুণ কথাসাহিত্যিক ফাইয়াজ ইফতি’র নতুন কসমিক হরর উপন্যাসে- ‘তাদের চোখের ঘুম ভেঙে যাবে আবার কখন’। বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৩ এ।

#আরও পড়ুন: প্যাথেটিক ফ্যালাসি | সানজিদা হোসাইন | প্রিভিউ: সালসাবিলা নকি

প্রতিভাবান এই লেখকের প্রথম উপন্যাস ছিল ‘ধ্বংসতত্ত্ব অথবা ইসরাফিলের শিঙা’। পলিটিকাল এই থ্রিলার পাঠকমহলে ফেলেছিল ব্যাপক সাড়া। প্রথম উপন্যাসটির মাধ্যমের ফাইয়াজ ইফতি চলে আসেন আলোচনার শীর্ষে। পরের বছর অর্থাৎ ২০২২ সালের বইমেলায় প্রকাশিত হয় তার কসমিক হরর ‘নাড়িনক্ষত্র’। পলিটিকাল থ্রিলারের পর একেবারেই ভিন্ন জনরার এই উপন্যাসটিও বেশ পাঠকপ্রিয়তা পেয়েছে।

চমৎকার লেখনশৈলীর পাশাপাশি দারুণ সব প্লট নিয়ে কাজ করছেন ফাইয়াজ ইফতি। এরই ধারাবাহিকতায় এবারের কসমিক হরর ‘তাদের চোখের ঘুম ভেঙে যাবে আবার কখন’ পাঠকদের জন্য নিয়ে এসেছে দারুণ ও লোমহর্ষক কিছু অভিজ্ঞতা। আশা করি, উপন্যাসটির সাথে পাঠকের বেশ ভালো সময় কাটবে।

#আরও পড়ুন: হিরন্ময় সংসার | ফৌজিয়া খান তামান্না | প্রিভিউ: সালসাবিলা নকি

এক নজরে: তাদের চোখের ঘুম ভেঙে যাবে আবার কখন

বইয়ের নাম: তাদের চোখের ঘুম ভেঙে যাবে আবার কখন

লেখক: ফাইয়াজ ইফতি

ধরন: কসমিক হরর

প্রচ্ছদকার: জাওয়াদ উল আলম

মলাট মূল্য: ৩৬০ ৳

প্রকাশকাল: বইমেলা ২০২৩

প্রকাশনী: ভূমিপ্রকাশ

প্রাপ্তিস্থান: অমর একুশে বইমেলা ২০২৩, স্টল নং- ১৯৩-১৯৪। এছাড়া প্রজ্ঞা, বুকমার্ক, ধী, বইপরী, দূরবীন, রকমারিসহ সকল অনলাইন বুকশপে পাওয়া যাচ্ছে।

প্রিভিউ লিখেছেন: সালসাবিলা নকি

লেখাটি ভালো লাগলে শেয়ার করুন:

মন্তব্য করুন: