আমাদের লাভলী বোর্ডিং : রুজহানা সিফাত এর নতুন উপন্যাস থাকছে এবারের বইমেলায়!

আমাদের লাভলী বোর্ডিং : রুজহানা সিফাত এর নতুন উপন্যাস থাকছে এবারের বইমেলায়!

আমাদের লাভলী বোর্ডিং | রুজহানা সিফাত | প্রিভিউ: সালসাবিলা নকি

অমর একুশে বইমেলা ২০২৩ এ থাকছে সমসাময়িক পাঠকপ্রিয় লেখক রুজহানা সিফাত এর, ‘‘আমাদের লাভলী বোর্ডিং’’

‘আমাদের লাভলী বোর্ডিং’ হচ্ছে বন্ধুদের নিয়ে একটি উপন্যাস। বোর্ডিং হলো চব্বিশ ঘণ্টা বন্ধুদের সান্নিধ্যে থাকার একটা আদর্শ জায়গা। একটা বোর্ডিংয়ে বিভিন্ন পরিবারের, বিভিন্ন পরিবেশের মানুষগুলো একসাথে থাকে। আর এভাবেই তারা রক্তের সম্পর্কের না হলেও একান্ত আপনজন হয়ে যায়। এরা সবাই হয়ে ওঠে একে অপরের আত্মার আত্মীয়। আর কেউ থাকুক বা না থাকুক একে অন্যের চরম বিপদে এরা পাশে থাকে। সুখের বৃষ্টিতে সবাই একসাথেই ভেজে। আবার দুঃখের দিনগুলোতেও পরস্পর পরস্পরের দুঃখের ভাগীদার হয়ে যায়।

#আরও পড়ুন: স্বপ্ন কেনার দামে | রুকসাত জাহান | প্রিভিউ: সালসাবিলা নকি

এই উপন্যাসের কাহিনি এগিয়েছে এমনই একটি বোর্ডিং ও এর সদস্যদের নিয়ে। লাভলী বোর্ডিং মূলত মেয়েদের একটি বোর্ডিং। ভিন্ন ভিন্ন বয়সের, ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির মেয়েরা এখানে থাকতে আসে। এরা কেউ হয় ছাত্রী, কেউ কর্মজীবী নারী, ডাক্তার, কর্পোরেট, সব পেশারই মেয়েদেরই মাথা গোঁজার ঠাঁই হয়ে এখানে।

বাবা-মা হারা এক এতিম মেয়ে এলমা এই উপন্যাসের বক্তা। লাভলী বোর্ডিয়ে থাকতে গিয়ে সে তার ভয়ংকর অতীত, আর বর্তমান তুলে ধরে। লাভলী বোর্ডিং এ বসবাসরত একেকটি মেয়ের জীবনের একেকরকম গল্পই উঠে আসে উপন্যাসে। শায়লা আপা, দোলা, নিশা আপা, সালমা আপা, ঊর্মি, তনুশ্রী, মিমি আপা, নদী এদের প্রত্যেকেরই আলাদা আলাদা গল্প আছে। উপন্যাসের কাহিনি এগিয়ে যায় এই গল্পগুলোর সাথে। আর এরা প্রত্যেকেই হয়ে যায় এলমার পরমাত্মীয়।

#আরও পড়ুন: তাদের চোখের ঘুম ভেঙে যাবে আবার কখন | ফাইয়াজ ইফতি | প্রিভিউ: সালসাবিলা নকি

লেখক রুজহানা সিফাতের নতুন এই উপন্যাসটি সমকালীন ঘরানার। এর আগে প্রকাশিত হয়েছে তাঁর ফ্যান ফিকশন ‘কালো দূর্গ’। এরপর ভৌতিক উপন্যাস, ‘ভূতবাড়ির উত্তরাধিকারী’। এ দুটি বইও ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করেছে। এরপর সম্পূর্ণ ভিন্ন ঘরানায় গিয়ে লিখেন সামাজিক প্রেক্ষাপটে ‘দীপ নেভা দ্বীপ’‘নরক নগরী’। এ দুটি উপন্যাসে তিনি সমকালীন সমাজের বাস্তবচিত্র তুলে ধরেছেন। লেখকের ভিন্ন ভিন্ন জনরায় লেখা ও তাঁর পাঠকপ্রিয়তাই বলে দেয় তিনি সব ঘরানার লেখাতেই দক্ষতার পরিচয় দিয়েছেন। আশা করি তাঁর পূর্ববর্তী উপন্যাসগুলোর মতো ‘আমাদের লাভলী বোর্ডিং’ও পাঠকের মন ছুঁয়ে যাবে।

#আরও পড়ুন: প্যাথেটিক ফ্যালাসি | সানজিদা হোসাইন | প্রিভিউ: সালসাবিলা নকি

এক নজরে: আমাদের লাভলী বোর্ডিং

বইয়ের নাম: আমাদের লাভলী বোর্ডিং

লেখক: রুজহানা সিফাত

ধরন: মনস্তাত্ত্বিক ও সমকালীন

প্রচ্ছদকার: ইশরাক তাসরিক তূর্ন

মলাট মূল্য: ৩০০ ৳

প্রকাশকাল: বইমেলা ২০২৩

প্রকাশনী: চলন্তিকা

প্রাপ্তিস্থান: অমর একুশে বইমেলা ২০২৩, স্টল নং: ২০৩-২০৪। এছাড়া প্রজ্ঞা, বুকমার্ক, ধী, বইপরী, দূরবীন, রকমারিসহ সকল অনলাইন বুকশপে পাওয়া যাচ্ছে।

প্রিভিউ লিখেছেন: সালসাবিলা নকি

লেখাটি ভালো লাগলে শেয়ার করুন:

মন্তব্য করুন: