প্যাথেটিক ফ্যালাসি : একুশে বইমেলা ২০২৩ এ সানজিদা হোসাইনের নতুন প্রবন্ধগ্রন্থ!

প্যাথেটিক ফ্যালাসি : একুশে বইমেলা ২০২৩ এ সানজিদা হোসাইনের নতুন প্রবন্ধগ্রন্থ!

প্যাথেটিক ফ্যালাসি | সানজিদা হোসাইন | প্রিভিউ: সালসাবিলা নকি

আমাদের ধারণা প্রবন্ধ মানেই দাঁতভাঙা সব শব্দ আর খটোমটো বাক্যে পরিপূর্ণ লেখা। এ ধারণা অমূলক নয়। প্রবন্ধ আসলেই জ্ঞানগর্ভ লেখায় ভরপুর থাকে। কিন্তু খুব কম প্রবন্ধকেই সুখপাঠ্য বলা যাবে। চিরায়ত এই রীতির বিপরীতে প্রথম হেঁটেছেন উদীয়মান তরুণ প্রাবন্ধিক সানজিদা হোসাইন। অমর একুশে বইমেলা ২০২২ এ তার লেখা প্রবন্ধগ্রন্থ ‘কিংবদন্তির রাজকাহন’ এর ব্যাপক পাঠকপ্রিয়তা প্রমাণ করে প্রবন্ধ শুধু কঠিন সব শব্দের সমারোহ হতে হবে এমন নয়, সহজ-সাবলিল ও গল্পের ভাষায়ও প্রবন্ধ হতে পারে।

কিংবদন্তিদের জীবনী নিয়ে লেখা ‘কিংবদন্তির রাজকাহন’ প্রকাশিত হয়েছে চলন্তিকা প্রকাশনী থেকে। চলন্তিকা সাহিত্য পুরস্কার, সেরা প্রবন্ধ পুরস্কারসহ অনেকগুলো পুরস্কার অর্জন করেছে ‘কিংবদন্তির রাজকাহন’

#আরও পড়ুন: একা | মৌলী আখন্দ | রিভিউ: সালসাবিলা নকি

প্রাবন্ধিক হিসেবে ইতিমধ্যেই সুপরিচিতি লাভ করা সানজিদা হোসাইন এর দ্বিতীয় প্রবন্ধগ্রন্থ ‘প্যাথেটিক ফ্যালাসি’ থাকছে এবারের বইমেলায়।

অনেকের মনেই ‘প্যাথেটিক ফ্যালাসি’ নামটি নিয়ে ও এর প্রচ্ছদ দেখে প্রশ্ন জেগেছিল- ‘‘বইটি কি থ্রিলার?’’

লেখক সানজিদা হোসাইন এর উত্তরে বলেন, ‘যদি থ্রিলারের আক্ষরিক অর্থ বিবেচনা করা হয় তাহলে এটা তাই। খুঁজে দেখুন, থ্রিলার শব্দের অর্থ হচ্ছে রোমাঞ্চকর সৃষ্টিকর্ম। মানুষের চাইতে রোমাঞ্চকর সৃষ্টিকর্ম এই মহাবিশ্বে আর কী হতে পারে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে রোলার কোস্টার রাইডে চড়ে আমাদের পাড়ি দিতে হয় তাতে করে নিঃসন্দেহে মানবজনম একটা পরিপূর্ণ থ্রিলার। কখনো সাফল্যের চূড়ায় উঠে, কখনো খাদে পড়ে, কখনো আঁকাবাঁকা বন্ধুর পথ পাড়ি দিয়ে পুরো জার্নিটা শেষ করতে হয়। একবার চড়ে বসলে মাঝপথে নেমে যাওয়ার কোনো অপশন নেই। গন্তব্য ফিনিশিং লাইন। সেখানে পৌঁছাতে যত সংগ্রামই হোক, রাইড থামবে না, গতিও কমাবে না। আমার এই বইটিতে আমি এই চলমান জীবনের গল্পগুলোই বলেছি। তবে চিরাচরিত থ্রিলারের সাথে এর একটা পার্থক্য হচ্ছে এই বইটিতে আপনি টানটান উত্তেজনা পাবেন না।’

#আরও পড়ুন: স্বপ্ন কেনার দামে | রুকসাত জাহান | প্রিভিউ: সালসাবিলা নকি

তাহলে আবারও প্রশ্ন জাগে, ‘এই বইটিতে কী আছে?’ এটি আসলে মানবজীবনের নানা অভিজ্ঞতা, আবেগ-অনুভূতি, সংকট, সংকট পেরোনোর উপায় ইত্যাদি নিয়ে লেখা আবেগ নির্ভর ব্যক্তিগত জীবনদর্শন। সানজিদা হোসাইন চেষ্টা করেছেন এই প্রবন্ধের মাধ্যমে মানুষের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে। জীবন যখন যেখানে যেমন সেভাবেই মানিয়ে নেওয়া, কখনো জীবনের প্রয়োজনে ভিন্নভাবে চিন্তা করা, হার না মেনে নিজের ভেতরের জয়ের আকাঙ্খা যত্ন করে পোষণ করা এসবই ‘প্যাথেটিক ফ্যালাসি’র আলোচ্য বিষয়। এই প্রবন্ধগ্রন্থটি সহজ ভাষায় সহজভাবে মানুষের বোধের গভীরতাকে ছুঁয়ে যাওয়ার মতো করেই লেখা হয়েছে।

আশাকরি, ‘কিংবদন্তির রাজকাহন’ এর মতোই ‘প্যাথেটিক ফ্যালাসি’ পাঠকের মনে জায়গা করে নেবে এবং সদর্পে রাজত্ব করবে।

#আরও পড়ুন: নাটাই ঘুড়ি | মৌলী আখন্দ | প্রিভিউ: সালসাবিলা নকি

এক নজরে: প্যাথেটিক ফ্যালাসি

বইয়ের নাম: প্যাথেটিক ফ্যালাসি

লেখক: সানজিদা হোসাইন

ধরন: প্রবন্ধগ্রন্থ

মলাট মূল্য: ৩০০ ৳

প্রকাশকাল: বইমেলা ২০২৩

প্রকাশনী: চলন্তিকা

প্রাপ্তিস্থান: অমর একুশে বইমেলা ২০২৩, স্টল নং- ২০৩-২০৪। এছাড়া প্রজ্ঞা, বুকমার্ক, ধী, বইপরী, দূরবীন, রকমারিসহ সকল অনলাইন বুকশপে পাওয়া যাচ্ছে।

প্রিভিউ লিখেছেন: সালসাবিলা নকি

লেখাটি ভালো লাগলে শেয়ার করুন:

মন্তব্য করুন: