গল্পীয়ান গল্প লেখা প্রতিযোগিতা ষষ্ঠ পর্ব [ ভাষা দিবস ]
গল্পীয়ান কবিতা লেখা প্রতিযোগিতা প্রথম পর্ব [ ভাষা দিবস ]
গল্পীয়ান গল্প লেখা প্রতিযোগিতা ষষ্ঠ পর্ব ( ভাষা দিবস ) ও গল্পীয়ান কবিতা লেখা প্রতিযোগিতা প্রথম পর্বের ( ভাষা দিবস ) জন্য লেখা আহ্বান করা হচ্ছে। প্রতিযোগিতায় অংশগ্রহণের পূর্বে গল্পীয়ান গল্প-কবিতা লেখা প্রতিযোগিতার সাধারণ নিয়মাবলী জেনে নিন! নিয়মাবলী জানতে এই পোস্টটি পড়ুন: প্রতিযোগিতার নীতিমালা [সকল পর্বের জন্য প্রযোজ্য]
চলতি পর্বের অন্যান্য নিয়মাবলী:
- চলতি পর্বে বিষয় উন্মুক্ত! অর্থাৎ যেকোনো বিষয়ের উপর, যেকোনো জনরার গল্প ও কবিতা জমা দিতে পারবেন। তবে যেহেতু ভাষা দিবস উপলক্ষে বিশেষ পর্ব এবং গল্প-কবিতা উভয় প্রতিযোগিতা-ই হচ্ছে; তাই ভাষা, দেশপ্রেম বিষয়ক গল্প কবিতাকে প্রাধান্য দেওয়া-ই শ্রেয়।
- গল্পের শব্দ সংখ্যা: ৬০০-৪০০০ শব্দ । কবিতার লাইন সংখ্যায় কোনো বাধ্যবাধকতা নেই।
- অনলাইনে বা অফলাইনে কোথাও প্রকাশিত গল্প-কবিতা গ্রহণযোগ্য নয়। সম্পূর্ণ নতুন, অপ্রকাশিত গল্প ও কবিতা জমা দিতে হবে।
- গল্প জমা দিতে এই লিংকে যান: প্রতিযোগিতার গল্প জমা দিন। এরপর, আপনার নাম, আপনার ইমেইল আইডি, আপনার ফেসবুক আইডি লিংক, কোন বিভাগে অংশগ্রহণ করছেন, গল্প-কবিতার নাম এবং মূল গল্প / কবিতা; এই ফরমেটে গল্প ও কবিতা জমা দিন। এই ফর্ম ছাড়া অন্য কোনো মাধ্যমে জমা দেওয়া গল্প-কবিতা প্রতিযোগিতায় গ্রহণযোগ্য হবে না! সুতরাং অবশ্যই অবশ্যই এই ফর্মটি ব্যবহার করে প্রতিযোগিতার গল্প ও কবিতা জমা দেবেন।
- একই লেখক গল্প ও কবিতা উভয় বিভাগেই অংশগ্রহণ করতে পারবে। একটি বিভাগে অংশগ্রহণ করুক, কিংবা উভয় বিভাগেই অংশগ্রহণ করুক; দ্বিতীয় ধাপে মনোনীত সকল কবি-লেখকদের জন্য নিজের গল্প-কবিতা বাদে অন্যদের সকল গল্প-কবিতায় মন্তব্য ও মার্কিং করা বাধ্যতামূলক। মার্কিং করবেন ১-১০ মার্কসের ভেতর। এই কাজের ভিত্তিতে ৫ মার্কস থাকবে আপনাদের জন্য। সুতরাং যারা সবার গল্প ও কবিতা পড়ে মন্তব্য ও মার্কিং করবেন, তারা পুরো ৫ মার্কসই পাবেন। যারা প্রতিযোগিতার অন্তত ৭০% গল্প / কবিতায় মার্কিং করবেন না, তাদের গল্প / কবিতা প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হবে।
- পূর্বের পাঁচ পর্বের মতো এবারও কবি-লেখকদের পাশাপাশি থাকছে পাঠকের জন্যেও পুরস্কার। সেরা পাঠক হতে চাইলে, আপনাকে প্রতিযোগিতার সকল গল্প ও কবিতা মন দিয়ে পড়ে, গঠনমূলক বিশ্লেষণাত্মক মন্তব্য করতে হবে। একই ব্যক্তি একই সাথে সেরা লেখক, সেরা কবি ও সেরা পাঠক হওয়ার সুযোগ রয়েছে। [বি. দ্র: সেরা পাঠকের কোনো বিভাগ ভেদ নেই!]
- চলতি পর্বে দুই জন সেরা লেখক, দুই জন সেরা কবি ও একজন সেরা পাঠককে বিজয়ী ঘোষণা করা হবে।
লেখা জমা দেওয়ার শেষ সময়: ১০/০৩/২০২১ (রাত ১১টা ৫৯ মিনিট।)
অন্যান্য নিয়মাবলী আমাদের এই ওয়েবসাইট থেকে, ওপরে দেওয়া লিংকে গিয়ে দেখে নিতে পারেন!
তো আর দেরি কেন? প্রস্তুত হয়েছেন তো? এখুনি শুরু করে দিতে পারেন লেখালেখি! ?
[আপনার ফ্রেন্ডলিস্টের পরিচিত কবি-লেখক-পাঠকদের এই পোস্টে মেনশন দিতে পারেন অথবা আমাদের ফেসবুক গ্রুপে ইনভাইট করতে পারেন! আর প্রতিযোগিতা সম্পর্কিত গ্রুপের নতুন নতুন আপডেট মিস না করতে চাইলে, গ্রুপ নোটিফিকেশন অ্যানাবল করে রাখুন!]
গল্পীয়ানের সাথে থাকুন! ধন্যবাদ!