লেখিকা রুকসাত জাহানের নতুন উপন্যাস _ স্বপ্ন কেনার দামে _ অমর একুশে বইমেলা ২০২৩!

লেখিকা রুকসাত জাহানের নতুন উপন্যাস : স্বপ্ন কেনার দামে | অমর একুশে বইমেলা ২০২৩!

স্বপ্ন কেনার দামে | রুকসাত জাহান | প্রিভিউ: সালসাবিলা নকি

শুরু হয়ে গেছে অমর একুশে বইমেলা ২০২৩। তিনবছর পর ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই বইপ্রেমীদের প্রাণের মেলা শুরু হয়েছে। করোনা মহামারীর প্রভাব না থাকলেও কিন্তু এবারো দুশ্চিন্তার অন্তু নেই লেখক-পাঠক ও প্রকাশনা মহলের। কাগজের ঊর্ধ্বগতির কারণে বইয়ের দাম আকাশছোঁয়া বললেই চলে। কিন্তু বইয়ের এই অধিক মূল্য কি পারবে বইপ্রেমীদের বইকেনা থেকে বিরত রাখতে? সেটা সময়েই বলে দেবে। এখন আমরা জেনে নিই, নতুন একটি উপন্যাস সম্পর্কে। যেটি থাকছে এবারের বইমেলায়—

উপন্যাসের মূল চরিত্র অরণী। সাধারণ একটি পরিবারের সাধারণ একটি মেয়ে। স্বপ্ন দেখে নিজের একটি সংসারের, যেটি মেয়েদের চিরায়ত এক স্বপ্ন। কিন্তু সেই সাথে অরণী ক্যারিয়ার সচেতনও। মেডিকেলে পড়ুয়া শান্ত, শিষ্ঠ, ভদ্র অরণীর জীবনে প্রেম হয়ে আসে রিদম। যার স্বভাব অরণীর বিপরীত। দুরন্ত ও চঞ্চল রিদমের সাথে অরণীর প্রেমপর্ব ভালোই লাগবে পাঠকের। শুরুর দিকে গল্পটা রোমান্টিক মনে হবে। কিন্তু ঘটনার ঘনঘটায় গল্পটা হয়ে যায় আমাদের খুব পরিচিত এক গল্প। সম্পর্ক বদলে যাওয়ার গল্প, হেরে যাওয়ার গল্প, হেরে যেতে যেতে হার না মেনে ঘুরে দাঁড়ানোর গল্প, টানাপোড়েনের গল্প, অরণীর অগ্নিপরীক্ষার গল্প।

#আরও পড়ুন: একা | মৌলী আখন্দ | রিভিউ: সালসাবিলা নকি

অরণী আর রিদমের মতো আমাদের আশপাশেই আছে এমন অনেক চরিত্র। নিজের স্বপ্ন পূরণের জন্য অরণীকে পাড়ি দিতে হয় কঠিন পথ। এ পথে চলতে গিয়ে কত অরণীরা হারিয়ে যায়! এই উপন্যাসের অরণীও কি হারিয়ে যাবে?

ভালোবাসার মানুষ রিদম যে এক সময় অরণীর স্বপ্নের সারথি ছিল সে কি আসলেই পারবে অরণীকে ভালোবেসে আগলে রাখতে? আমাদের গল্পের অরণী কি পারবে তার স্বপ্ন পূরণ করতে? সে কি পাবে সাজানো গোছানো একটি সংসার? সেই সাথে ক্যারিয়ার নিয়ে যে অভিলাষটুকু ছিল সেটা কি পূরণ করতে পারবে?

অরণী কি পারবে শুধু ভালোবাসার ওপর ভরসা করেই কঠিন পথটুকু পাড়ি দিতে? নাকি এক সময় স্বপ্ন কেনা-বেচার এই পরীক্ষায় ক্লান্ত হয়ে ক্ষান্ত দেবে?

এই সব প্রশ্নের উত্তর মিলবে সমসাময়িক পাঠকপ্রিয় লেখিকা রুকসাত জাহানের ‘স্বপ্ন কেনার দামে’ উপন্যাসটিতে। এটি লেখকের দ্বিতীয় উপন্যাস। অমর একুশে বইমেলা ২০২২ এ প্রকাশিত হয়েছিল তার প্রথম উপন্যাস ‘হৃদয়ে তার পায়ের ছাপ’; যে উপন্যাসটি প্রতিটি পাঠকের হৃদয়েই ছাপ ফেলেছে দারুণভাবে। ঝরঝরে ও দক্ষ লেখনশৈলী দিয়ে রুকসাত জাহান পাঠকের মনে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন। আশা করা যাচ্ছে এই উপন্যাসটিও বিপুল পাঠকপ্রিয়তা পাবে। লেখিকার দ্বিতীয় বইয়ের জন্য শুভকামনা রইল।

#আরও পড়ুন: শিহানুল ইসলামের উপন্যাসিকা ‘দ্রোহের দিনগুলোতে’ | রিভিউ: ইসরাত জাহান জান্নাত

এক নজরে: স্বপ্ন কেনার দামে

বইয়ের নাম: স্বপ্ন কেনার দামে

লেখক: রুকসাত জাহান

ধরন: সমকালীন উপন্যাস (সামাজিক)

প্রচ্ছদকার: আল নোমান

মলাট মূল্য: ৩৫০ ৳

প্রকাশকাল: বইমেলা ২০২৩

প্রকাশনী: চলন্তিকা

প্রাপ্তিস্থান: অমর একুশে বইমেলা ২০২৩, স্টল নং- ২০৩-২০৪। এছাড়া প্রজ্ঞা, বুকমার্ক, ধী, বইপরী, দূরবীন, রকমারিসহ সকল অনলাইন বুকশপে পাওয়া যাচ্ছে।

প্রিভিউ লিখেছেন: সালসাবিলা নকি

লেখাটি ভালো লাগলে শেয়ার করুন:

মন্তব্য করুন: